আফগানের দুর্ভিক্ষ আসন্ন: জাতিসংঘ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৫

সাহস ডেস্ক

তালেবানের দখলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দুর্ভিক্ষ আসন্ন জানিয়ে সতর্ক করে করোনাভাইরাস এবং শীতকালীন পরিস্থিতি আরো জটিল করে তুলবে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সূত্র: এএফপি

জাতিসংঘের সংস্থা ইউএনএফপির পরিচালক নাটালিয়া কানেম বলেন, তালেবান ক্ষমতায় আসায় পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে দুর্ভিক্ষ মাথা চাড়া দিয়ে উঠতে পারে সামনের শীতে।

তিনি আশঙ্কা করেন, আফগান জনগণের তিন ভাগের এক ভাগ লোক দুর্ভিক্ষের মুখে পড়বে। যার সংখ্যায় প্রায় ৩৩ লাখ।

কানেম আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য সেবা নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করে জরুরিভিত্তিতে সাহায্যের প্রয়োজন বলে মনে করেন ইউএনএফপির এই পরিচালক।

তিনি বলেন, সামনের দিনগুলোতে দেশটিতে কীভাবে খাদ্যের যোগান আসবে তার নিশ্চিয়তা নেই। ইতোমধ্যে নারী ও কিশোরীরা নানা সমস্যা ভুগছেন। আফগানিস্তানে প্রসবের সময় এবং গর্ভাবস্থায় মৃত্যুর হার অনেক বেড়ে গেছে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত