জাতিসংঘে 'তালেবান শো' বিরোধী জার্মান

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৫

সাহস ডেস্ক

জাতিসংঘ সাধারণ অধিবেশনে তালেবানদের অংশগ্রহণের প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছে জার্মান। বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের অধিবেশনে জার্মান বলছে, এ ধরনের 'তালেবান শো' কোনো কাজে আসবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, জাতিসংঘে একটি শো-র তারিখ নির্ধারণ করে কোনো লাভ হবে না। বরং মানবাধিকার, বিশেষ করে নারী অধিকার, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে দূরে থাকার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। শুধু কথার কথা নয়, এগুলোকে কাজে প্রমাণ করতে হবে।

উল্লেখ্য, ইতোমধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে কথা বলতে চেয়েছে তালেবান। গত ২০ সেপ্টেম্বর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী এক চিঠির মাধ্যমে বিশ্বনেতাদের কাছে এই অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের একটি কমিটি।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত