নতুন অনলাইন গেমের অনুমোদন বন্ধ করলো চীন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩

সাহস ডেস্ক

অনলাইন গেমের প্রতি আসক্তি কমাতে নতুন গেমের অনুমোদন সাময়িকভাবে বন্ধ করলো চীন। স্থানীয় সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (৮সেপ্টেস্বর) বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন গেম নির্মাতা টেনসেন্ট ও নেটইজকে তলব করেছিলো চীনা কর্তৃপক্ষ। সেখানেই নতুন গেমের অনুমোদন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এই স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয়।

প্রসঙ্গত, চীনা শিশু-কিশোরদের গেমের প্রতি আসক্তি কমাতে গত মাসে  অনূর্ধ্ব ১৮ বছরের শিশু-কিশোররা শুধু ছুটির দিনের আগের রাত এবং ছুটির দিনগুলোতে সর্বোচ্চ এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারার নিয়ম চালু করে চীন সরকার। এর আগে দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে সর্বোচ্চ তিন ঘণ্টা অনলাইন গেম খেলার সীমা নির্ধারণ করেছিল তারা।

সাহস২৪.কম/জেএস/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত