যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডায় নিহতের সংখ্যা বেড়ে ৮২

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭

সাহস ডেস্ক

এক সপ্তাহের বেশি সময় ধরে ঘূর্ণিঝড় আইডা আঘাত হানে যুক্তরাষ্ট্রে। এতে প্রথমে ৭১ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আরো ১১ জনের মৃত্যুর খবর জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য কর্মকর্তারা।

লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগের বরাতে সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) লুইজিয়ানা স্বাস্থ্য বিভাগ জানায়, ঘূর্ণিঝড় আইডার প্রভাবে অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ফলে এ সময় অতিরিক্ত গরমে ৯ জনের মৃত্যু হয়। এছাড়াও বাতাসে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত