পাঞ্জশের দখলের চেষ্টা: ৬০০ তালেবানকে হত্যার দাবি ফাহিমের

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরে স্থায়ী সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে তালেবানরা। অন্যদিকে দেশটির উত্তরাঞ্চলীয় পাঞ্জশের প্রদেশ এখনো দখল করতে পারেনি তালেবান বাহিনী। চলমান পাঞ্জশের দখলের যুদ্ধে ৬০০ তালেবান সৈন্য নিহতসহ হাজারের বেশি তালেবান আটকের ঘটনা ঘটেছে। 

গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) ন্যাশনাল রেজিসটেন্স ফোর্সের (এনআরএফ) বরাতে রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিক এ তথ্য জানিয়েছে। 

পাঞ্জশেরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটবার্তায় দাবি করে বলেন, 'আমরা ৬০০ তালেবান যোদ্ধাকে খতম করেছি। আরও এক হাজারেরও বেশি যোদ্ধাকে বন্দি করা হয়েছে।'

সংবাদ মাধ্যম আলজাজিরার তথ্যে জানা যায়, পাঞ্জশের প্রদেশের রাজধানী বাজারাকসহ বিভিন্ন স্থানে ল্যান্ডমাইনের কারণে প্রদেশে তালেবানদের হামলা সহজে প্রতিহত করছে এনআরএফ।

পূর্বতন আফগানিস্তান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ, আহমদ মাসউদের বাহিনী এবং এনআরএফ তালেববানের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে।

সাহস২৪.কম/জেএস/এমআর