কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৮:০০

সাহস ডেস্ক

কারাগারে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজ। গণহত্যা চালানোর অভিযোগের একটি মামলায়  কারাগারে আছেন ৫৪ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট।

সোমবার (২৩ আগস্ট) আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তবে আত্মহত্যার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বেঁচে যান তিনি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এঘটনার পর আনেজ এখন তার পরিবারের সাথে আছেন।

আনেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেন, মানসিক অবসাদের কারণে গত শনিবার (২২ আগস্ট) মা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে এক অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগ রয়েছে আনেজের বিরুদ্ধে। সেই অভ্যুত্থানে পুলিশের সাথে সংঘর্ষে মোরালেসের ২২ জন সমর্থক নিহত হন।

চলতি বছরের শুরুতে গণহত্যা চালানোর অভিযোগে আনেজকে আটক করা হয়। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত