বিনা ফি’তে পাঁচ লাখ ট্যুরিস্ট ভিসা দেবে ভারত

প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৭:৩০

সাহস ডেস্ক

করোনা মহামারির আঘাতে জর্জরিত পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে পাঁচ লাখ বিদেশিকে বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা দেবে ভারত।

ভিসা কার্যক্রম শুরু হলে প্রথম পাঁচ লাখ ভিসা দেওয়া হবে বিনামূল্যে। একজন একবারই এই সুবিধা নিতে পারবেন। দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা দেশটির অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৮ জুন) ভারতের অর্থমন্ত্রী নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানান, এই সুবিধা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত অথবা পাঁচ লাখ ভিসা দেওয়া পূর্ণ হওয়া পর্যন্ত চলবে।

দেশটির সরকারি অনুমিত হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক কোটি নয় লাখ ২০ হাজার বিদেশি ভারতে বেড়াতে গেছেন এবং তারা প্রায় ৩০ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন বিনোদন ও ব্যবসায়িক কার্যক্রমে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত