ডেভিলদের বাঁচাতে গিয়ে হারিয়ে যাচ্ছে সামুদ্রিক পাখি

প্রকাশ : ২২ জুন ২০২১, ১৩:৪৪

সাহস ডেস্ক

তাসমানিয়ান ডেভিলদের বাঁচিয়ে রাখতে গিয়ে হারাতে হচ্ছে বিপুল সংখ্যক নানান প্রজাতির সামুদ্রিক পাখি। এমন দাবি করছে সংরক্ষণবাদী গ্রুপগুলো।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ২০১২ সালে অল্প সংখ্যক স্তন্যপায়ী প্রাণী ডেভিলকে ছেড়ে দেওয়া হয় অস্ট্রেলিয়ার তাসমানিয়ের পূর্বে মারিয়া আইল্যান্ডে। মূলত মরণঘাতি মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে এ প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্মুখীন হয়। এরপরই দ্রুতই ডেভিলের দল নিজেদের সামলে নেয়, কিন্তু মূল্য দিতে হচ্ছে অন্য প্রাণীদের।

স্থানীয় সংরক্ষণবাদী সংস্থা বার্ডলাইফ জানায়, ডেভিল ‘এক বা একাধিক পাখির প্রজাতির ওপর বিপর্যয়কর প্রভাব ফেলেছে’। সরকারি সমীক্ষার বরাত দিয়ে সংস্থাটি জানায়, ২০১২ সাল থেকে এ দ্বীপ থেকে হারিয়ে গেছে ৩ হাজার জোড়া বাচ্চা জন্মদানে সক্ষম পেঙ্গুইন।

গবেষকেরা বলছেন, মহাসাগরীয় এ দ্বীপে স্তন্যপায়ীদের আবির্ভাবে পাখিদের হারিয়ে যাওয়া অবাক হওয়া কোনো ঘটনা নয়। দ্বীপের পরিবেশের ওপর ডেভিলদের প্রভাব ‘বিপর্যয়কর’।

সেই ২০১১ সালে তাসমানিয়ার ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ, পার্কস, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, ডেভিলদের কারণে ছোট পেঙ্গুইন ও মারিয়া আইল্যান্ডের জলজ উপনিবেশে খারাপ প্রভাব পড়বে। গত বছর আগে আরেকটি প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে।

অস্ট্রেলিয়ান ও তাসমানিয়ান সরকারের যৌথ উদ্যোগে ডেভিলদের বাঁচানোর এ প্রকল্প নেওয়া হয়। এ স্তন্যপায়ীটি আইইউসিএনের রেড লিস্টে জায়গা করে নিয়েছিল।

এ দিকে শুধু তাসমানিয়া নয়, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে ৩ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো গত মাসে ডেভিলের নতুন শাবকের জন্ম হয়েছে। তাই গবেষকেরা বলছেন, এখন মারিয়া আইল্যান্ড থেকে ডেভিলদের সরিয়ে নিলে এ প্রজাতির বিলুপ্তির আশঙ্কা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত