পাকিস্তানে বেড়েছে গাধা

প্রকাশ : ১২ জুন ২০২১, ০১:৫১

সাহস ডেস্ক

চলতি  ২০২০-২১ অর্থবছরে পাকিস্তানে গাধার উৎপাদন সংখ্যা প্রায় এক লাখ বেড়েছে। যার ফলে পাকিস্তানে মোট গাধার সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখে। শুধু গাধা নয়, দেশটিতে মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, উট, খচ্চরসহ অন্যান্য পশুর সংখ্যাও বেড়েছে।

শুক্রবার (১১ জুন) কিস্তানের সংবাদমাধ্যম “দ্য এক্সপ্রেস ট্রিবিউন” এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিজের প্রয়োজন মিটিয়ে প্রতিবছর বিদেশেও রপ্তানি করে গাধা। পাকিস্তান থেকে প্রধান গাধা আমদানিকারক দেশ চীন। চীনে গাধার চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে। এদিকে গাধা রপ্তানি করে পাকিস্তানও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। গাধার চামড়া থেকে তৈরি জেলটিনের ঔষধি গুণ রয়েছে। এটি রক্তের কাজ বৃদ্ধি করতে ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত