বিপর্যয়ের মুখে বিশ্বের বড় গণমাধ্যমগুলোর ওয়েবসাইট

প্রকাশ : ০৮ জুন ২০২১, ১৭:৫৭

সাহস ডেস্ক

বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, দ্য গার্ডিয়ান, দ্য ফিন্যান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ওয়েবসাইট বিপর্যয়ের মুখে পড়েছে। এভাবে বিশ্বের বড় গণমাধ্যমগুলোর ওয়েবসাইট কেন ক্রাশ করলো তার কোনো কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে তাদের সাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এসব সাইটে এরর শব্দটি দেখা যাচ্ছিল। এ ছাড়া অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা গিয়েছিল। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিবিসি, সিএনএন কিছু সময় বন্ধের পর চালু হলেও বাকিগুলোতে অচলাবস্থা দেখা গেছে। অকার্যকর পাওয়া গেছে এসব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপও। বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ঢুকে এরর মেসেজ দেখা যায়।

ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্র জানিয়েছে, তাদের ওয়েবসাইট এবং অ্যাপ প্রভাবিত হয়েছে। আরও বেশকিছু ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি এবং দ্য নিউ ইয়র্ক টাইমস সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে ফিরে আসে।

যুক্তরাজ্যের প্রধান সরকারি ওয়েবসাইটে সমস্যা হয়েছিল। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওয়েবসাইটে এরর শব্দটি এসেছে। সেই ক্রটি নিরসনে কাজ চলছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত