ভারতে স্যানিটাইজার কারখানায় আগুন, নিহত ১৮

প্রকাশ : ০৮ জুন ২০২১, ০২:২৭

সাহস ডেস্ক

ভারতের পুনের একটি স্যানিটাইজার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার আরও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার বিকেলের দিকে এসভিএস অ্যাকুয়া টেকনোলজি নামের ওই স্যানিটাইজার কারখানাটিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সে সময় কারখানায় বহুকর্মী কাজ করছিলেন। পুনের ফায়ার সার্ভিস বিভাগের বেশ কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু কারখানার ভিতরে বহু দাহ্য পদার্থ থাকায় আগুন বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের আটটি ইউনিট এখনও ঘটনাস্থলে রয়েছে। শুরু হয়েছে উদ্ধার কাজ।

দেশটির সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলছে, ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের স্যানিটাইজার তৈরির প্ল্যান্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পুনে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার সময় ওই কারখানার ভেতরে ৩৭ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ২০ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত