শ্মশান থেকে মৃত করোনা রোগীর পোশাক খুলে বিক্রি

প্রকাশ : ১০ মে ২০২১, ১৬:৫৬

সাহস ডেস্ক

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে শ্মশান থেকে মৃত কোভিড রোগীদের পোশাক খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে চোর চক্রের বিরুদ্ধে। ওই চোর চক্রের সদস্যরা শ্মশান থেকে মৃতদের পোশাক, এমনকি গায়ের সাদা চাদরও সরিয়ে নিতো। পরে সেগুলো পৌঁছে দিতেন দোকানে দোকানে।

রবিবার (৯ মে) এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দলটির কাছ থেকে ৫২০টি চাদর, ১২৭টি কুর্তা এবং ৫২টি শাড়ি উদ্ধার করা হয়েছে।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, প্রতিদিনের সংগ্রহ পিছু টাকা দিতেন দোকানদারেরা। এভাবেই ১০ বছর ধরে অপকর্ম চালাচ্ছিলো তারা। করোনাভাইরাস চলাকালীন তাদের এই ব্যবসা আরও ফুলে-ফেঁপে ওঠে। কারণ করোনাভাইরাসের কারণে শ্মশানে বেড়েছে লাশের সারি।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। গত ১০ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত তারা। দৈনিক পোশাক চুরি করে ৩০০ টাকা করে পেতেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত