বিশ্বে একদিনে আক্রান্ত আরও ৮ লাখ

প্রকাশ : ০৫ মে ২০২১, ১৩:৪৪

সাহস ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রায় আট লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়। এনিয়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৭৪৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, একদিনে আরও প্রায় ১৪ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এনিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ২৩ হাজার ৫১৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ১১ হাজার ২৯০ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৭৮ হাজার ৪২১ জন।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ৫৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন। দেশটিতে এপর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার ৮৮৮ জন।

ল্যাটিন আমেরিকার এই দেশটিতে করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে মৃত্যু দেখতে পায় দেশটি।

অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন এবং মারা গেছে ২ লাখ ২২ হাজার ৪০৮ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত