টলিউড পাড়ার তারকাদের রাজনীতির মাঠের ফলাফল

প্রকাশ : ০৩ মে ২০২১, ১৪:১০

সাহস ডেস্ক

রাজনীতির মাঠে তারকাদের আনাগোনা অনেক পুরনো বিষয়। আর পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই টলিউড তারকাদের ছড়াছড়ি। পশ্চিমবঙ্গের প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল আর বিজেপি। দুই দলেই এবার ছিলো তারকাদের জমজমাট লড়াই।

সেই জমজমাট লড়াইয়ে জয়ী-বিজয়ীদের হিসেবটাই মিলিয়ে নেয়া যাক এবার। গতকাল শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। অনেক পেশাগত রাজনীতিবীদদের সাথেই মাঠে লড়াই হলো রূপালি পর্দার সকল তারকাদের। তাদের মাঝে কোনো কোনো তারকার এবারই প্রথম নির্বাচন। প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টালিউড অভিনেতারা যেমন রয়েছেন, তেমন আবার সোহম চক্রবর্তী বা হিরণ চট্টোপাধ্যায়ের মতো প্রায় নিয়মিত রাজনীতির মাঠে আমাগোনা করা তারকার নামও পাওয়া গেছে।

প্রথমবারের নির্বাচনেই তাক লাগিয়েছেন টলিউড অভিনেতা কাঞ্চণ মল্লিক। নির্বাচনের আগে বিভিন্ন ভাবেই তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে আসে। সব কিছু ছাড়িয়ে গতকাল রবিবার দেখিয়ে দিলো ভোট বক্সের চমক দিয়ে দিলো সব প্রশ্নের উত্তর। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষালকে হারিয়েছেন কাঞ্চন। তারকাদের বিরুদ্ধে অন্যতম একটি অভিযোগ হলো নির্বাচনের পর তাদের আর ভোট কেন্দ্রে দেখা যায় না। কিন্তু সেই সকল প্রশ্নকেও সঠিক ভাবেই জবাব দিয়েছেন কাঞ্চন, জুন মালিয়ার মতো তারকা প্রার্থীরা।

বিজয়ী তারকা প্রার্থীরা
চিরঞ্জিৎ চক্রবর্তী – বারাসত (তৃণমূল)
সোহম চক্রবর্তী– চণ্ডীপুর (তৃণমূল)
রাজ চক্রবর্তী– বারাকপুর (তৃণমূল)
কাঞ্চন মল্লিক– উত্তরপাড়া (তৃণমূল)
জুন মালিয়া– মেদিনীপুর (তৃণমূল)
লাভলি মৈত্র– সোনারপুর দক্ষিণ (তৃণমূল)
বীরবাহা হাঁসদা– ঝাড়গ্রাম (তৃণমূল)
ইন্দ্রনীল সেন– চন্দননগর (তৃণমূল)
অদিতি মুন্সি– রাজারহাট-গোপালপুর (তৃণমূল)

হিরণ চট্টোপাধ্যায়– খড়গপুর সদর (বিজেপি)
অগ্নিমিত্রা পাল– আসানসোল দক্ষিণ (বিজেপি)

পরাজিত তারকা প্রার্থীরা
রুদ্রনীল ঘোষ– ভবানীপুর (বিজেপি)
বাবুল সুপ্রিয়– টালিগঞ্জ (বিজেপি)
শ্রাবন্তী চট্টোপাধ্যায়– বেহালা পশ্চিম (বিজেপি)
পায়েল সরকার– বেহালা পূর্ব (বিজেপি)
যশ দাশগুপ্ত– চণ্ডীতলা (বিজেপি)
পার্নো মিত্র– বরানগর (বিজেপি)
লকেট চট্টোপাধ্যায়– চুঁচুড়া (বিজেপি)
তনুশ্রী চক্রবর্তী– শ্যামপুর (বিজেপি)
অঞ্জনা বসু– সোনারপুর দক্ষিণ (বিজেপি)
পাপিয়া অধিকারী– উলুবেড়িয়া দক্ষিণ (বিজেপি)

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়– বাঁকুড়া (তৃণমূল)
সায়নী ঘোষ– আসানসোল দক্ষিণ (তৃণমূল)
কৌশানি মুখোপাধ্যায়– কৃষ্ণনগর উত্তর (তৃণমূল)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত