এক অ্যাম্বুলেন্সে ২২ মরদেহ!

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২১, ০১:৫২

সাহস ডেস্ক

হাসপাতালের মর্গের বাইরে দাঁড়ানো সাদা অ্যাম্বুলেন্স, তাতে করোনাভাইরাসে মৃতদের দেহ চাপিয়ে সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। জায়গা নেই, তবু গাদাগাদি করেই একটি অ্যাম্বুলেন্সেই তোলা হয় একে একে ২২টি মরদেহ। একটির ওপর একাধিক বস্তাবন্দি মরদেহ চাপানোর এই দৃশ্য ভারতে করোনাভাইরাসের ভয়াবহতাকেই তুলে ধরেছে। 

বুধবার (২৭ এপ্রিল) ভারতের মহারাষ্ট্রের বীড জেলার অম্বেজোগাইয়ে স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়া সরকারি মেডিক্যাল কলেজে এ ঘটনা ঘটেছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এভাবে মরদেহ অ্যাম্বুলেন্সে তোলার সময় সেখানে পুলিশ ছিল। মৃতদের আত্মীয়রা অ্যাম্বুলেন্সে মরদেহ তোলার ছবি তুলতে গেলে তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়।

ঘটনার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে স্থানীয় প্রশাসন।

বীড জেলার জেলাশাসক রবীন্দ্র জগতপ সংবাদমাধ্যমকে বলেন, অতিরিক্ত জেলাশাসককে ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কারও দোষ থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের ডিন শিবাজি সুকরে বলেন, সৎকার করতে দেহ নিয়ে যাওয়ার জন্য মাত্র দু’টি অ্যাম্বুলেন্স রয়েছে। আমরা আরও অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছি। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে দেহ তুলে দেওয়া অবধি আমাদের দায়িত্ব। তারা কী ভাবে তা নিয়ে যাবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত