একদিনের শনাক্তে বিশ্ব রেকর্ড ভারতের

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২১, ১২:৩১

সাহস ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও দুই লাখ ৬১ হাজার ৫০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হলো। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এমনকি এটিই এখন পর্যন্ত বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

রবিবার (১৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক হাজার ৫০১ জন। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক লাখ ৩৮ হাজার ৪২৩ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ নয় হাজার ৬৪৩ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৩৯৪টি নমুনা।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে উত্তর প্রদেশ, দিল্লি, কর্ণাটক, ছত্রিশগড়, কেরালা, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ।

দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১৮ লাখ এক হাজার ৩১৬ জন। ভারতে এখন পর্যন্ত প্রায় ১২ কোটি ৩০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত