হাসপাতাল ছাড়লেন মমতা

প্রকাশ : ১৩ মার্চ ২০২১, ০৩:২২

সাহস ডেস্ক

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পশ্চি মবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার পায়ে চোট থাকলেও প্লাস্টার করা রয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডে জানায়, আজ সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস প্রধান হুইলচেয়ারে করে এসএসকেএম হাসপাতাল থেকে বের হন এবং তিনি তার বাসভবনে পৌঁছেছেন। মেডিকেল বোর্ড তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। তৃণমূল নেতাদের অনুরোধে কর্তৃপক্ষ মমতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসময় তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে।

এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মমতার পায়ের প্লাস্টার করা হয়েছে। সাত দিন পরে আবার তাকে পরীক্ষা করে দেখা হবে। যদিও তাকে আরও দু’দিন হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু উনি নিজেই অনুরোধ করেছেন ছুটির জন্য। তাই সব দিক বিবেচনা করে মমতাকে ছুটি দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত