x

এইমাত্র

  •  লন্ড‌নে নিজ বাসা থেকে অর্থমন্ত্রীর জামাতার মরদেহ উদ্ধার
  •  নুরের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে শাহবাগ থানায় মামলা
  •  হাসপাতালে ভর্তি করোনা রোগীরা দ্রুত মারা যাচ্ছেন: আইইডিসিআর
  •  জ্বর আসেনি, ভালো আছেন খালেদা জিয়া: চিকিৎসক
  •  লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়তে পারে

করোনাভাইরাসের টিকা নিলেন নরেন্দ্র মোদি

প্রকাশ : ০১ মার্চ ২০২১, ১৩:১৯

সাহস ডেস্ক

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন তিনি। টুইটার ও ফেসবুকে নিজের টিকা নেওয়ার ছবিও পোস্ট করেছেন তিনি।

সোমবার (১ মার্চ) সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদীকে ভারত বায়োটেকের করোনার টিকা দেন নার্স পি নিভেদা।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এআইআইএমএস-এ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক ও বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত হয়েছেন তাদের সবাইকে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের টিকা প্রয়োগ এবং মোদি সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে প্রথম ডোজ নেন। এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে। সেই সঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদেরও দেওয়া হবে ভ্যাকসিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত