থাইল্যান্ডে টিকা দেয়া শুরু

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০১

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে রবিবার (২৮ ফেব্রুয়ারি) টিকা দেয়া শুরু হয়েছে। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের চীনা সিনোভ্যাক টিকার প্রথম ডোজ গ্রহণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।

থাইল্যান্ডের ইনফেকশাস ডিজিজ ইনষ্টিটিউটে দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা’র সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্য মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারাও টিকা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক দিন এবং মহামারির বিরুদ্ধে আত্মবিশ্বাস তৈরিতে সহায়তার একটি দিন।

এদিকে রবিবার সামুত শাখন প্রদেশে ১৫৯ জনকেও টিকা দেয়ার কথা রয়েছে। মধ্য ডিসেম্বর থেকে এ প্রদেশে নতুন ধরণের করোনার প্রাদুর্ভাব ঘটে।

দেশটি বুধবার চীনের কাছ থেকে প্রথম দফায় দুই লাখ ডোজ সিনোভ্যাক টিকা গ্রহণ করে। রাজধানী ব্যাংককসহ দেশটির ১৩টি প্রদেশে এ টিকা সরবরাহ করা হবে। আরো ১৮ লাখ ডোজ টিকা মার্চ ও এপ্রিলে থাইল্যান্ডে এসে পৌঁছানোর কথা রয়েছে।