চীনে নিষিদ্ধ বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৯

সাহস ডেস্ক

চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যে চীনের রাষ্ট্রায়ত্ত চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করার পর পাল্টা জবাব দেওয়ার হুমকির একসপ্তাহের মধ্যেই এরকম ঘটনা ঘটলো।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে চীনের টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতি জানায়।

বিবৃতিতে বলা হয়, সত্য ও নিরপেক্ষ এবং চীনের জাতীয় স্বার্থ ও জাতিগত সংহতিকে ক্ষুন্ন করে সংবাদ প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চীনে সম্প্রচারের প্রয়োজনীয় শর্ত লঙ্ঘন করেছে। করোনাভাইরাস এবং জাতিগত সংখ্যালঘু উইঘুরদের নির্যাতনের বিষয়ে প্রতিবেদন করায় বিবিসির সমালোচনাও করেছে চীন।

আগামী বছরও বিবিসির সম্প্রচারের আবেদন গ্রহণ করা হবে না উল্লেখ করে চীনের টেলিভিশন ও রেডিও সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিদেশি চ্যানেল হিসেবে বিবিসি চীনে সম্প্রচারের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।

চীনের এমন পদক্ষেপকে 'গণমাধ্যমের স্বাধীনতার ওপর এক অগ্রহণযোগ্য হস্তক্ষেপ' হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডমিনিক রাব। তিনি বলেন, এটি বিশ্বের চোখে কেবল চীনের সুনামই নষ্ট করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত