চীন মিয়ানমারের ওপর নজর রাখছে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২০

অনলাইন ডেস্ক

চীন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।

দৈনিক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মিয়ানমারে কী ঘটেছে, তা আমরা লক্ষ করেছি এবং এখন আমরা পরবর্তী পরিস্থিতি নিয়েও জানছি। চীন মিয়ানমারের প্রতিবেশী বন্ধু। আমরা আশা করি, সংবিধান এবং আইন মেনে সব পক্ষ সঠিকভাবে তাদের বিভেদ কাটিয়ে উঠতে পারবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।