ভারতে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী মোদি

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২১, ১৩:০৬

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এছাড়া সকল মুখ্যমন্ত্রীও দ্বিতীয় ধাপে ভ্যাকনি গ্রহণ করবেন। গত ১৬ জানুয়ারি দেশব্যাপী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করে ভারত।

দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব বয়সীরা করোনার টিকা গ্রহণ করবেন। সকল এমপি ও বিধায়ক যাদের বয়স ৫০ এর বেশি তারাও টিকা নিয়ে এইকার্যক্রমে অংশ নেবেন। কার্যক্রম শুরুর আগে মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, টিকা গ্রহণের জন্য আতঙ্কিত বা হুড়োহুড়ি করার দরকার নেই, কারণ তারা দ্বিতীয় দফায় টিকা পাবেন।

হরিয়ানা, বিহার ও ওড়িশার মতো রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরামর্শ দেন যে বিধায়ক, সাংসদ এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সম্মুখভাগের কর্মী হিসেবে বিবেচনা করা উচিত এবং তাদের আগে টিকা দেয়া উচিত।