যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ০০:১৩

সাহস ডেস্ক

ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্যদিয়ে হোয়াইট হাউজে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনাপূর্ণ ৪ বছর মেয়াদের অবসান হলো। তার আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ক্ষমতাগ্রহণের পর প্রথম ভাষণে এমন কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। আজ কোনো প্রার্থীর বিজয় নয়, আমরা একটি কারণ উদযাপন করব। কারণটি গণতন্ত্র। মানুষের প্রার্থনা কবুল হয়েছে। মানুষের ইচ্ছার মান রাখা হয়েছে।

যারা উপস্থিত হতে পারেননি তাদের প্রতিও ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিতি উভয় দলের আমার পূর্বসূরিদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের সংবিধান এবং তার শক্তি, আমাদের জাতির শক্তি সম্পর্কে অবগত। গতকাল কথা হলো প্রেসিডেন্ট চার্টারের সঙ্গে। তিনি আজ আসতে পারেননি। দেশের প্রতি তাঁর সেবার জন্য তাকে অভিবাদন জানাই।

অনুষ্ঠানস্থলে আগে থেকেই হাজির ছিলেন সুপ্রিম কোর্টের বিচারকেরা। বিচারপতি সোনিয়া সটোমেয়র ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শপথ পাঠ করান। যুক্তরাষ্ট্রে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। ২০০৯ ২০১৩ সালে বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় যে পারিবারিক বাইবেলের ওপর হাত রেখে শপথ নিয়েছিলেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে সেই একই বাইবেল ব্যবহার করেন বাইডেন। বাইবেলটি পাঁচ ইঞ্চি পুরু। ১৮৯৩ সাল থেকে তার পরিবারের সংগ্রহে রয়েছে এটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত