‘শতভাগ কার্যকরী রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিন’

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৩:১৯

সাহস ডেস্ক
প্রথম দুইটি ধাপে ভ্যাকসিন দেওয়া হয় ১০০ জনকে যাদের বয়স ছিল ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

রাশিয়ায় তৈরি নতুন প্রতিষেধক “এপিকভ্যাককরোনা” ১০০% কার্যকর বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষে ৩য় পর্যায়ে কয়েক হাজার মানুষের ওপর এই টিকার পরীক্ষামূলক ব্যবহার করা হবে।

টাস নিউজ নামে রাশিয়ার এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রতিষেধক পরীক্ষায় এই ‘এপিভাক-করোনা’ ছিল শতভাগ কার্যকর।

প্রতিবেদনে বলা হয়েছে,  প্রথম দুইটি ধাপে ভ্যাকসিন দেওয়া হয় ১০০ জনকে যাদের বয়স ছিল ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

প্রসঙ্গত,  ২০১৯ সালের নভেম্বরে, রাশিয়ার এই ‘এপিভাক-করোনা’ প্রতিষেধক তৈরি করা হয় “ভেক্টর” নামক একটি গবেষনাগার থেকে। এই প্রতিষেধকের আগে, ‘স্পুন্টিক ভি’ নামক একটি ভ্যাকসিন গত বছরের অক্টোবরে মানুষের শরীরে ব্যবহার করা হয় যা ছিল ৯২% কার্যকর। রাশিয়ার দাবি, ‘স্পুন্টিক ভি’ দেশের মোট জনসংখ্যার ৬০% মানুষের ওপর প্রদান করা সম্ভব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত