ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইসরাইলের প্রতি জাতিসংঘের আহ্বান

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:০৪

সাহস ডেস্ক

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিমতীরে নতুন ইহুদি বসতি নির্মাণ বন্ধের জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) ইসরাইল গত সপ্তাহে পশ্চিম তীরে আরো প্রায় ৮শ’ নতুন বসতি নির্মাণের ঘোষণা দিলে গুতেরেস এ আহ্বান জানান।

এক বিবৃতিতে গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্র নীতি সমাধানে এ সিদ্ধান্ত বড় ধরণের বাধা। ১৯৬৭ সালে দখলকরা ফিলিস্তিনী অঞ্চলে ইসরাইলের বসতি নির্মাণের কোন বৈধতা নেই। এটি আন্তর্জাতিক আইনের লংঘন।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সোমবার বসিত নির্মাণের নির্দেশ দেন। সে আলোকে রোববার ইসরাইল দখলকৃত পশ্চিমতীরে ৭৮০টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দেয়।

উল্লেখ্য অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় পশ্চিমতীরে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বিবেচনা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত