ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২১, ১২:৫৩

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ এ দাড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

রবিবার (১৭ জানুয়ারি) জানানো হয়েছে জীবিতদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে। তবে এ পর্যন্ত ঠিক কতোজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে তারা কিছু বলেনি।

গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য লোক গৃহহীন হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে আহত আহত শত শত লোকের চিকিৎসা চলছে। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে।

দ্বীপটিতে ২০১৮ সালে ৭.৫ তীব্রতার ভূমিকম্প এবং সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’রও বেশি লোকের প্রাণহানি ঘটে অথবা নিখোঁজ হয়। সর্বশেষ এই ভূমিকম্পে শনিবার ৪৬ জনের প্রাণহানির কথা বলা হলেও সরকারি হিসেবে এখন তা ৫৬ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থার প্রধান দ্বিকোরিতা কার্নাওয়াতি শনিবার স্থানীয় টেলিভিশনকে বলেছেন, ওই এলাকায় আরেকটি ভূমিকম্প হতে পারে, সেটি সুনামিরও কারণ ঘটাতে পারে। সে কারণে স্থানীয় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ‍উপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পরও সুনামি সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

নতুন বছরের মাত্র দুই সপ্তাহ পার হয়েছে, এরই মধ্যে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনবহুল দেশটি ফের বেশ কয়েকটি দুর্যোগের মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত