ভারতে কোভিশিল্ড ভ্যাকসিন অনুমোদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২১, ১২:৫০

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

আগেই ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছিল সরকারি বিশেষজ্ঞ কমিটি। এবার তাতে সিলমোহর দিলেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি। তার ফলে ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত অনুমতি পেল জোড়া করোনাভাইরাস টিকা- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।

রবিবার (৩ জানুয়ারি) দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। এখন ড্রাগ কন্ট্রোলারের অনুমোদন পেলেই অক্সফোর্ডের টিকা দেয়া শুরু হয়ে হবে। তখন কবে থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাবে।

বিশেষজ্ঞ কমিটি শুক্রবার (১ জানুয়ারি) দুইটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়া নিয়ে আলোচনা করেছে। তার মধ্যে অক্সফোর্ডের ভ্য়াকসিন অনুমোদন পেয়েছে বলে সূত্র জানাচ্ছে।

ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তৈরি করা ভ্যাকসিন নিয়ে রাত পর্যন্ত আলোচনা করেছে কমিটি। বায়োনটেক-ফাইজারও ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছিল। কিন্তু তারা জানিয়েছে, যাবতীয় তথ্য জমা দিতে আরো কিছুদিন সময় লাগবে। তাই শুক্রবার দুইটি ভ্যাকসিন চালু করা নিয়েই কমিটি আলোচনা করেছে।

ভারতের মতো ১৩০ কোটির দেশে সকলকে করোনার প্রতিষেধক দেয়াটা বিশাল কর্মযজ্ঞ। একটু বেচাল হলেই পুরো প্রক্রিয়া ঘেঁটে যেতে পারে। সে জন্যই সব রাজ্যে ড্রাই রান দেয়া হচ্ছে। ঠিক হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা প্রথমে এই টিকা পাবেন। তারপর টিকা দেয়া হবে, পুলিশ, পুরসভার কর্মী সহ করোনার বিরুদ্ধে লড়াইয়ে পুরোভাগে থাকা কর্মীদের। সেই সঙ্গে বয়স্ক নাগরিক এবং যাঁরা শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন গুরুতর রোগে ভুগছেন, তাঁরা করোনার টিকা পাবেন। তারপর অন্যদের পালা আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত