নিষেধাজ্ঞা অমান্য করে ফ্রান্সে নিউ ইয়ার পার্টি

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ১৭:৪১

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

ফ্রান্সে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে পার্টিতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বিবিসি জানিয়েছে, আড়াই হাজারের বেশি মানুষ ওই পার্টিতে অংশ নিয়েছে।

গত বৃহস্পতিবার ব্রিটানির রেনেসের কাছে লিঁওরো নামক স্থানে ওই পার্টি শুরু হয়েছে। এখনো সেই পার্টি চলছে। পার্টিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিটেন ও স্পেনের নাগরিকও আছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্টি থামানোর চেষ্টা করায় সেখানকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে তিন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, পুলিশ পার্টি থামানোর চেষ্টা করতে গেলে লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পার্টিতে অংশ নেয়া ব্যক্তিরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মেরেছে।

জো নামে ওই পার্টিতে অংশগ্রহণকারী একজন এএফপিকে বলেন, খুব কম মানুষই সেখানে সামাজিক দূরত্ব মেনে চলেছে। এখনও ওই পার্টি থেকে গান বাজনার শব্দ শোনা যাচ্ছে। পুলিশ নতুন করে কাউকে ওই পার্টিতে যোগ দিতে দিচ্ছে না। কিন্তু যারা সেখানে আগেই অংশ নিয়েছে তারা সেখান থেকে এখনও বের হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত