প্রথম এশিয়ান দেশ হিসেবে ফাইজারের টিকা পেল সিঙ্গাপুর

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২০, ১৫:৩৮

জুবাইর হোসাইন সজল

ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় সিঙ্গাপুরও ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয় গতসপ্তাহে। এই টিকার অনুমোদন দেয়ার ক্ষেত্রেও সিঙ্গাপুর প্রথম এশিয়ান দেশ। 

গতকাল সোমবার এই টিকার প্রথম চালান আসে সিঙ্গাপুরে। টিকার এই চালানটি সিঙ্গাপুরে আসে বেলজিয়াম থেকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে এই টিকা আনা হয়। 

প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তার ফেসবুকে লেখেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।’ 'একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল।'

তার আশামতে সিঙ্গাপুরবাসী টিকা আসার খবরে উল্লাসিত হবে ও ২০২১ সাল নিয়েও আশাবাদী হবে।

২০২১ সালের সেপ্টেম্বরের মধ্য ৫৮ লাখ অধিবাসীর সবাইকেই টিকার আওতায় নিয়ে আনতে চান "লি"।

ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে প্রথমেই অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও চিকিৎসাগতভাবে ঝুঁকিতে থাকা ব্যাক্তিরা। টিকা নেয়াটা ঐচ্ছিক হিসেবে ঘোষণা করেছে সিঙ্গাপুর। 

তবে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জনগনকে টিকা নেয়ার জন্য ব্যাপকভাবে উথসাহিত করছেন। ভ্যাকসিন বিনামূল্য দেয়া হবে।

টিকা সংরক্ষনের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে সিঙ্গাপুর।

ফাইজার-বায়োএনটেকের টিকার দুইটি ডোজ নিতে হয়, আর এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষন করতে হয়।    

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত