আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৩৪

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৯:০১

সাহস ডেস্ক

আফগানিস্তানে পৃথক দু’টি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩৪ জন নিরপত্তা কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৪ জন। তবে হতাহতের পরিমাণ বাড়তে পারে।

রবিবার (২৯ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় মধ্যপ্রদেশ গজনির সামরিক ঘাঁটিতে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটে।

গাজনি প্রাদেশিক হাসপাতালেরর পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেন, ‘সেখানে থেকে ৩৪টি মৃতদেহ ও ২৪ জনকে আহত অবস্থায় তাদের হাসপাতলে আনা হয়েছে। হতাহত সবাই নিরাপত্তা কর্মী।’

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তা বাহিনীর একটি শাখা।

গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত