ইরানের পরমানু বিজ্ঞানী হত্যায় তুরস্কের নিন্দা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৭:৩৫

সাহস ডেস্ক

তেহরানে ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার ও নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল বলে জানিয়েছেন তুরস্ক।

শনিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি পরমাণুবিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্যধারণের আহ্বান জানাবো যাতে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে।

ইরানের রাজধানী তেহরানের কাছে শুক্রবার (২৭ নভেম্বর) প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষক মোহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় খুন হন।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ হত্যাকাণ্ডে ইসরাইলের গোয়েন্দারা জড়িত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রথম থেকেই এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে জোরালো দাবি করে আসছেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত