এনপিটিতে স্বাক্ষর করতে ইসরাইলকে চাপ দেওয়া উচিত: ইরান

প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৮:০০

সাহস ডেস্ক

নিঃশর্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করতে বিশ্ববাসীর উচিত ইসরাইলকে চাপ দেওয়া বলে জানিয়েছে ইরান।

শুক্রবার (২০ নভেম্বর) ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএএতে নিযুক্ত ইরানের প্রতিনিধি কাজেম গরিবাবাদি এ দাবি জানান।

আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইসরাইলের গোপন পরমাণু কর্মসূচিকে বিশ্বশান্তির জন্য হুমকি বলে উল্লেখ করে কাজেম বলেন, ‘ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা এনপিটিতে যোগ দিতে রাজি হয়নি।’

ইরানের প্রতিনিধি আরো বলেন, ‘ইহুদিবাদী ইসরাইল সমস্ত আন্তর্জাতিক নিয়ম-কানুন এবং প্রথা ভেঙে গোপনে তার পরমাণু সক্ষমতা বাড়িয়েছে; যা বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরাইলের ওপরে চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।’

সূত্র: ইরান প্রেস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত