ইরাকে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ১

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২০, ১৮:২৭

সাহস ডেস্ক

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরাক থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এই হামলা হয়। হামলায় এক শিশু নিহত হয়েছে। 

ইরাকি সেনাবাহিনীর দাবি, বাগদাদের অতি সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে চারটি রকেট পড়েছে। এই জোনেই মার্কিন দূতাবাসসহ অন্যান্য বিদেশি মিশন অবস্থিত। বাগদাদের অন্য এলাকায় পড়েছে অপর তিনটি রকেট। এতে এক মেয়েশিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। তারা বেসামরিক।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সাতটি রকেটই ছোড়া হয়েছে বাগদাদের পূর্বাঞ্চলের একই এলাকা থেকে। এএফপির একাধিক প্রতিবেদক পরপর কয়েকটি রকেট ছোড়ার পাশাপাশি আকাশে আগুনের লাল ফুলকি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা মনে করছেন, বাগদাদের মার্কিন দূতাবাস রকেট প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র বলেছেন, ইরাকি গোয়েন্দারা বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত একটি রকেট হামলার তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত