ফের ‘সেলফ আইসোলেশনে’ ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ১৭:৩১

সাহস ডেস্ক

করোনা আক্রান্ত এক সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করায় সেচ্ছায় ‘সেলফ আইসোলেশনে’ গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।

স্থানীয় সময় রবিবার (১৫ নভেম্বর) রা‌ত সাড়ে ৯টার দিকে বিবিসি তার আইসোলেশনে যাওয়ার খবর জানিয়েছে।

তার মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯ এর কোনো লক্ষণও নেই।

সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসন তার কার্যক্রম চালিয়ে যাবেন।

গত বৃহস্পতিবার সকালে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন বরিস জনসন। পরে বৈঠকে উপস্থিত সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনার লক্ষণ ধরা পড়ে এবং তার পরীক্ষা করা হয়। অ্যাশফিল্ডের ওই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে প্রধানমন্ত্রী বরিস জনসনকে সেলফ আইসোলেশনে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংসদ সদস্য লি অ্যান্ডারসন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় তাদের কারো মুখেই মাস্ক ছিল না।

এর আগে গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিন রাত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত