বাইডেন জিতেছেন জালিয়াতি করে: ট্রাম্প

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ১৫:৫৩

সাহস ডেস্ক

অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ী হওয়ার কথা স্বীকার করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘তিনি জিতেছেন নির্বাচনে জালিয়াতি করে।’

রবিবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বাইডেনের নাম উল্লেখ না করে একথা বলেন ট্রাম্প।

৭ নভেম্বর ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন ট্রাম্প।

ট্রাম্প টুইটে দাবি করেন, ‘কোনও নির্বাচনি পর্যবেক্ষক ছিল না, ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন; যাদের বিরুদ্ধে দুর্নাম রয়েছে। তাদের সরঞ্জামগুলো খুবই বাজে, যা টেক্সাসের ভোট গণনার জন্যও যথাযথ ছিল না।’

মিডিয়াকেও একহাত নিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ফেইক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত