করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২০, ১১:৪৩

সাহস ডেস্ক

প্রতিনিয়ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইতোমধ্যে মারা গেছেন ১৩ লাখ ১০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি সাড়ে ৩৮ লাখের বেশি। রবিবার (১৪ নভেম্বর) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ১৩ লাখ ১০ হাজার ৭৩২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন তিন কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ২৬২ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি আট লাখ ৯৬ হাজার ৮৭০ জন এবং মারা গেছেন দুই লাখ ৪৫ হাজার ৫৭৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন, মারা গেছেন এক লাখ ৬৫ হাজার ৬৫৮ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন, মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৬৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৮২ লাখ পাঁচ হাজার ৭২৮ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৮ হাজার ২৫৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১০ লাখ তিন হাজার ২৫৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩৬১ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৮২৮ জন, মারা গেছেন ৪ হাজার ৭৪২ জন এবং সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৫৪৩ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত