মার্কিন জনগণই দেশটির অনুসৃত নীতির প্রতি ক্ষুব্ধ: রুহানি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২০, ২০:২৪

সাহস ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার ফলাফল থেকে এ কথাই প্রমাণ হচ্ছে যে, শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ নয় বরং খোদ মার্কিন জনগণই দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ।’

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে রুহানি এসব কথা বলেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। 

ভিডিও লিংকের মাধ্যমে ওই বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পর এখন মার্কিন নেতাদের সামনে ক্ষেত্র পরিষ্কার হয়েছে যে, তারা জনগণের ভাষা বুঝবেন এবং সেই অনুযায়ী পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনবেন।’

রুহানি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করে, যুদ্ধের হুমকি দেয় এবং বলদর্পী নীতি অনুসরণ করে দেশটির জনগণ তা পছন্দ করে না। ফলে আমেরিকার পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে।’

সূত্র: ইরনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত