আজারবাইজানের ভূমি মুক্ত হলে আমরা আনন্দ পাই: ইরানি জেনারেল

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ১৮:৩০

সাহস ডেস্ক

ইরানের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপোর বলেছেন, ‘আমরা সবসময় চাই দখল থেকে আজারবাইজানের ভূমি মুক্ত হোক। এখন এটি ঘটলে আমরা আনন্দ পাই।’

রবিবার (২৫ অক্টোবর) এ খবর জানিয়েছে আজারবাইজানের সংবাদমাধ্যম আজভিশন।

আজারবাইজানের অঞ্চলগুলো দখলমুক্ত হলেই ইরানীরা উল্লাস করে বলে মন্তব্য করে বিগ্রেডিয়ার জেনারেল বলেছেন, ‘ইরান সবসময় যে কোনো দখল এবং আগ্রসনের বিরুদ্ধে নিন্দা জানায়।’

তিনি আরও বলেন, ‘আঞ্চলিক অখণ্ডতা দেশের জন্য গুরুত্বপূর্ণ।’

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত