ঘুষ নিয়ে সুদান-ইসরাইলের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র: ইরান

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ১৮:১৯

সাহস ডেস্ক

মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে মুক্ত করার জন্য ঘুষ নিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মার্কিন সরকার ইসরাইলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছে বলে অভিযোগ করেছে ইরান।

শনিবার (২৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।

পোস্টে বলা হয়, যথেষ্ট পরিমাণে ঘুষ দিন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব রকমের অত্যাচার ও অন্যায়ের বিষয়ে চোখ বন্ধ করে রাখুন, তা হলে আপনি কথিত সন্ত্রাসীরা তালিকা থেকে মুক্ত হয়ে যাবেন।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, ইসরাইল ও সুদান অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা করার পর ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির কথা ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত