চীনের তৈরি পাকিস্তানের ড্রোন ভূপাতিত করল ভারত

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৯:৪৬

সাহস ডেস্ক

পাকিস্তানের চালকবিহীন কোয়াডকপ্টার নামে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত। জম্মু-কাশ্মীরের আকাশসীমায় ঢুকে পড়লে সেটি ভূপাতিত ভারতীয় সেনাবাহিনীরা। ওই কোয়াডকপ্টারটি চীনের তৈরি বলে জানিয়েছে দেশটির সেনা কর্মকর্তারা।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২৪ অক্টোবর) সকাল আটটার দিকে চালকবিহীন ড্রোনটি গুলি করে নামানো হয়।

সংবাদসংস্থা এএনআইকে এক কর্মকর্তা বলেন, সকাল আটটার দিকে জম্মু-কাশ্মীরের কিরান সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের একটি কোয়াডকপ্টারকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনারা।

কোয়াডকপ্টার’টি চীনা কোম্পনি ডিজেআই নির্মিত ‘ম্যাভিক-২ প্রো’ মডেলের বলে জানিয়েছেন তিনি।

নজরদারির উদ্দেশ্যেই চালকবিহীন ওই কপ্টার-ড্রোনটি পাঠানো হয়েছিল বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।

সূত্র: এএনআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত