লাদাখ সীমান্তে চীনা সেনাকে আটক করেছে ভারত

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১৯:৫০

সাহস ডেস্ক

পশ্চিম লাদাখ সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় হিমালয় অঞ্চলটির দেমচোক এলাকায় বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে এক চীনা সেনা সদস্যকে আটক করেছে ভারত। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)- এর হাতে তুলে দেওয়া হবে। আটক চীনা সেনার কাছে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়া যায়।

এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চীনা সেনাকে চিকিৎসা সহযোগিতা দেওয়া হচ্ছে। তাকে অক্সিজেন, খাবার ও শীতের পোশাক দেওয়া হয়েছে।

এই এলাকায় জুন মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে লড়াইয়ে ভারতের ২০ সেনা সদস্য নিহত হয়েছে। তবে চীনা সেনা সদস্যদের হতাহতের বিষয়টি জানায়নি বেইজিং। পরবর্তীতে কয়েকবার উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হয় দেশ দুটির মধ্যে।

রয়টার্স জানিয়েছে, চীনা সেনা সদস্য আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। তবে গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক এক টুইট বার্তায় জানিয়েছেন, বিষয়টি সমাধান হয়েছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত