ভারতে একদিনে করোনায় মৃত্যু ১১২৪

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪১

সাহস ডেস্ক

ভারতে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৫০৩ জন। একই সময়ে দেশটিতে এই মহামারিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৮ হাজার ৬০০ জন। এ নিয়ে মোট আ্রকান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২ জন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯২ হাজার ৪৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন।

এই মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

এখন পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় মারা গেছেন মোট ৩৫ হাজার ১৯১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ২৩৩ জন, কর্ণাটকে ৮ হাজার ৫০৩ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৬৬৩ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৫১৭ জন, দিল্লিতে ৫ হাজার ১৯৩ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৭২১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত