ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশিসহ উদ্ধার ২২, নিখোঁজ ১৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

সাহস ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে বিভিন্ন দেশের ৩৫ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ত্রিপোলির পূর্বাঞ্চলের জিলিতেন শহর থেকে নৌকাটি যাত্রা করে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডুবে যাওয়া নৌকাটি দেখতে পান লিবিয়ার জেলেরা।

তারা বাংলাদেশি নাগরিকসহ ২২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া, তাদের মধ্যে মিশর, সিরিয়া, সোমালিয়া, ঘানাসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার কার্যক্রমের মাধ্যমে সিরিয়ান নারী ও পুরুষসহ তিনজনের মরদেহ পাওয়া গেছে। লিবিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি নাগরিক ছিলেন, তা জানা যায়নি।

সূত্র: ভ্যাটিক্যান নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত