যুক্তরাজ্যে থানা হেফাজতে তরুণের গুলিতে পুলিশ নিহত

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৬

সাহস ডেস্ক

যুক্তরাজ্যে থানা হেফাজতে এক তরুণের গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে ওই তরুণও গুলিতে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে দক্ষিণ লন্ডনের উইন্ডমিল লেনের ক্রয়ডন থানায় এই ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে ওই তরুণকে (২৩) আটকের পর থানা নিয়ে দেহ তল্লাশির সময় তিনি পুলিশ কর্মকর্তাকে গুলি করেন। এ সময় নিজের শরীরেও গুলি করেন তিনি। ঘটনার পরপরই আহত অবস্থায় এই দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর পুলিশ কর্মকর্তা মারা যান।

লন্ডন পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহত পুলিশ সদস্য তার অস্ত্র ব্যবহার করেননি। ওই তরুণকে আটক করে থানা হাজতে আনার পরপরই গুলির ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

লন্ডন পুলিশের প্রধান ক্রেসিডা ডিক বলেন, ‘একজন সহকর্মী এভাবে প্রাণ হারালেন—এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি। ঘটনাটির পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করা হচ্ছে।’

সূত্র: বিবিসি ও রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত