ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৭

সাহস ডেস্ক

সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পুনরায় উত্থানের নিন্দা জানাতে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পশতুন ইউনিটি। এই মিছিলে বহু মানুষ অংশ নিয়েছে। এ মিছিল থেকে নিখোঁজ ব্যক্তিদের আদালতে হাজির করার দাবি জানানো হয়।

খবরে বলা হয়, ‘পশতুন লং মার্চ’ একটি প্রতিবাদ আন্দোলন। এর নেতৃত্বে রয়েছেন পশতুন তরুণরা।

পশতুন তরুণদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী তাদের এলাকায় সামরিক অভিযান পরিচালনা, লোকজনকে অপহরণ করাসহ এলাকা ছেড়ে যেতে বাধ্য করছে।

এ বিক্ষোভ মিছিলকে সফল দাবি করে এতে যারা অংশ নিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছে পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)।

পিটিএম নেত্রী নার্গিস আফসিন খট্টক টুইটারে এক বার্তায় লেখেন, সফল বিক্ষোভের জন্য অভিনন্দন! মুষ্টিবদ্ধ হাত উত্তোলনকারী সংগ্রামী জনগণকে লাল সালাম!

অপর একজন টুইটারে লেখেন, হাজার হাজার পশতুন বিক্ষোভ মিছিল করলো। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসানের দাবিতে মুখর হলো। এত বড় ঘটনা। কিন্তু পাকিস্তানের মিডিয়া একেবারে বোবা!

সূত্র: ডেইল হান্ট

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত