ইরানের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে পড়েছে: রুহানি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৬

সাহস ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, তাতে তারা রাজনৈতিক ও আইনি সেক্টরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

রবিবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। এর আগে স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগের সব নিষেধাজ্ঞা বহালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেন।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের এই তৎপরতা জাতিসংঘসহ কেউ মানেনি।

তিনি বলেন, আমরা সবসময় বলেছি যে, ইরানি জাতির সঙ্গে আচরণের একটিই মাত্র পথ, সেটি হচ্ছে– তাদের অধিকারের প্রতি সম্মান দেখানো এবং সম্মানজনক ভাষায় তাদের সঙ্গে কথা বলা।

তিনি বলেন, আমি ইরানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি যে, নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য দেশ ও পরমাণু সমঝোতার সব পক্ষ প্রত্যাখ্যান করার পরও যদি যুক্তরাষ্ট্র একগুঁয়েমি ও ভুল দাবি বাস্তবায়নে বাস্তবিকই কোনো পদক্ষেপ নেয়, তা হলে তারা আমাদের সুস্পষ্ট জবাবের মুখে পড়বে।

হাসান রুহানি আরও বলেন, ‘আমার দেশ কখনও যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতা ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত