‘করোনার নিয়ম লঙ্ঘন করলে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা’

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০

সাহস ডেস্ক

ইংল্যান্ডে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। তাই করোনা সংক্রান্ত সরকারি কোনও নিয়ম যদি কেউ লঙ্ঘন করে তাহলে তাকে ১০ হাজার পাউন্ড অর্থাৎ সাড়ে ৯ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘যাদের কোভিড পজিটিভ ধরা পড়বে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে তারা বাধ্যতামূলক ভাবে নিভৃতবাসে থাকবেন। এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবার ট্রেসিং পদ্ধতিতে সহযোগিতা করবেন। আর যারা করোনা সংক্রান্ত সরকারি নিয়ম অবজ্ঞা করবেন তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কেউ যেন এই নির্দেশকে খাটো করে না দেখেন। সংক্রমিত ব্যক্তিরা যেন সরকারকে এ কাজে সহযোগিতা করেন।’

তিনি বলেন, ‘করোনা সংক্রান্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খ ভাবে সকলে মেনে চললেই এই অতিমারিকে হারানো সম্ভব হবে।’

যাদের করোনার উপসর্গ ধরা পড়ছে বর্তমানে তাদের ১০ দিন নিভৃতবাসে থাকার সরকারি নির্দেশ বহাল রয়েছে। সংক্রমিতের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের ১৪ দিন নিভৃতবাসে থাকতে বলা হয়েছে।

জনসন বলেন, ‘আমাদের একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়তে হবে। সংক্রমণ যাতে না বাড়ে সে বিষয়েও সতর্ক থাকবে হবে জনসাধারণকে।’

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইতিমধ্যেই আমরা ফ্রান্স, স্পেন এবং গোটা ইউরোপে এই পরিস্থিতির সাক্ষী। এ দেশেও সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি আমরা। তাই আমাদের আরও সতর্ক হতে হবে। দায়িত্বশীল হতে হবে।’

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিদেশ থেকে আসা কোনও ব্যক্তি নিভৃতবাসের নিয়ম ভঙ্গ করলে তারও জরিমানা হবে। সেই জরিমানার পরিমাণ ১ হাজার পাউন্ড অর্থাৎ ৯৫ হাজার টাকা থেকে ১০ হাজার পাউন্ড বা সাড়ে ৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

ব্রিটেনে ইতিমধ্যেই তিন লক্ষ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে প্রায় ৪২ হাজার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত