চুক্তি সইয়ের পর গাজা-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৩

সাহস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার পর ইসরাইলে অন্তত ১৫টি রকেট হামলা চালিছে গাজা। হামলার ঘটনায় ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় ভোরের দিকে সাইরেন বেজে ওঠে। এর আগে গাজায় ১০টি বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে গাজা থেকে ইসরায়েলের উপকূলীয় শহর আশদোদে ছোঁড়া একটি রকেটে দুইজন আহত হয়। একই সময় হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

ফিলিস্তিনিরা ওই চুক্তির নিন্দা জানিয়েছে। তারা এটিকে দেশটির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছে।

এদিকে বুধবার (১৬ সেপ্টেম্বর) ওই হামলা-পাল্টা হামলার ঘটনায় কোনও পক্ষেই কেউ হতাহত হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ছোঁড়া আটটি রকেট ভূপাতিত করেছে তাদের আয়রন ডোম অ্যান্টি-মিসাইল সিস্টেম।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় একটি অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানায় হামলা চালানো হয়েছে। ওই ভবনটি ট্রেনিং এবং রকেটে এক্সপেরিমেন্টের জন্যও ব্যবহার করে থাকে হামাস। কারও নাম উল্লেখ না করে হামাস জানিয়েছে, বিমান হামলার জবাবে ইসরায়েলে রকেট ছোঁড়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত