ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা বেড়েছে

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৮

সাহস ডেস্ক

পশ্চিম এশিয়ায় মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে এই বছরের প্রথম ছয় মাসে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলার ঘটনা অনেক বেড়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষ্যাৎকারে একথা বলেন ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি।

ম্যাকেঞ্জি আরও বলেন, হামলাগুলো প্রাণঘাতী নয়, এটা ভালো একটা দিক। কিন্তু হামলা অব্যাহত রয়েছে।

কেন এই হামলাগুলো প্রাণঘাতী নয় প্রশ্নে তার জবাব, তারা আমাদের আঘাত করছে না।

মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, আট মাস আগে ইরাকের কিরকুক অঞ্চলে রকেট হামলায় এক আমেরিকান ঠিকাদারকে হত্যা ও চার আমেরিকান সেনা সদস্যকে আহত করেছে। সে সময় থেকে জঙ্গি গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। সম্প্রতি এই হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত ৩ জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী বিতাড়িত করার অঙ্গীকার ব্যক্ত করে ইরান। এ মুহূর্তে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে এবং এরইমধ্যে বেশ কিছু ঘাঁটি ইরাকি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে মার্কিন অবস্থানে হামলা জোরদার হওয়ার কারণে সেনা প্রত্যাহার করা হচ্ছে- সে কথা অস্বীকার করেছেন এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত