আবারও করোনা আক্রান্তের রেকর্ডে ভারত

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের মহামারিতে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত রাষ্ট্র ভারত। আক্রান্তের সংখ্যায় আবারও রেকর্ড গড়েছে অধিক জনসংখ্যার দেশটি। গত ২৪ ঘন্টায় করোনার এই মহামারিতে আক্রান্ত রোগী শানক্ত হয়েছেন আরও ৯৭ হাজার ৫৭০ জন। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪৭২ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৩৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২৪ হাজার ১৯৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। যেখানে মারা গেছেন মোট ২৮ হাজার ৭২৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ২৩১ জন, কর্ণাটকে ৭ হাজার ৬৭ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৭৭৯ জন এবং দিল্লিতে ৪ হাজার ৬৮৭ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।